Red Events

The revision of the electoral roll is a constitutional provision. After the recent transfer of power, the new government in this country sought at least to guarantee the people their right to vote. Hence, the central objective of revising the voter list was inclusion. This process has been carried out multiple times in keeping with that ideal. Since the 1990s, the revision of voter lists has been conducted regularly—and now, it is done every year on a regional basis.

Even so, the sudden call for an intensive revision drive just before the elections—creating panic among ordinary people, threatening them with deletion from the rolls, and invoking the specter of the so-called “Bangladeshi enemy”—has generated a climate of fear that is profoundly unconstitutional.

In this context, Tushar Dhara, journalist with The Wire, will share his insights from the SIR experience in Bihar at a small discussion meeting. All are cordially invited.

(ভোটার তালিকা সংশোধন একটি সাংবিধানিক প্রভিশন।সদ্য ক্ষমতা হস্তান্তরের পর এদেশের নতুন সরকার আমজনতাকে অন্তত ভোটাধিকারটুকু নিশ্চিত করতে চেয়েছিল।তাই ভোটার তালিকা সংশোধনের মূল লক্ষ্য ছিল অন্তর্ভুক্তি।ভোটার তালিকা সংশোধন বহুবার হয়েছে,এই আদর্শকে অনুসরণ করে।৯০ দশক থেকে নিয়মিত ভাবে এবং এখন প্রতিবছরই অঞ্চলভিত্তিক ভাবে তালিকা সংশোধনের কাজ হয়।তারপরও নির্বাচনের আগে তড়িঘড়ি একটি নিবিড় সংশোধনের ধুয়ো তুলে,সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে,তালিকাচ্যুতির হুমকি দিয়ে,’বাংলাদেশি শত্রুর’ত্বত্ত্বের অবতারণা করে যে আশংকার আবহ তৈরি করা হয়েছে তা ঘোরতর অসাংবিধানিক।এমতাবস্থায় বিহারে SIR এর অভিজ্ঞতা নিয়ে ছোট একটি আলোচনাসভায় বলবেন The wire এর সাংবাদিক তুষার ধারা।সকলের আমন্ত্রণ রইল।)

A discussion on Palestine is essential. For Palestine embodies the history of a people becoming exiles in their own homeland. Across the world, communities are being displaced under the assault of capital. In our own country too, there is an insidious attempt to render people stateless in the name of SIR. These events across the globe are not unrelated.In the face of extreme brutality, the unyielding resistance of Palestine stands as a symbol of hope for all struggling peoples around the world.
( প্যালেস্তাইন নিয়ে আলোচনা জরুরি। কারণ প্যালেস্তাইন নিজভূমে পরবাসী হয়ে যাবার ইতিবৃত্ত। সারা বিশ্ব জুড়ে মানুষ পুঁজির কোপে উচ্ছেদ হচ্ছেন।আমাদের দেশেও চলছে SIR এর নামে বেনাগরিক করার হীন চেষ্টা। বিশ্ব জুড়ে এইসব ঘটনারা সম্পর্কহীন নয়।চূড়ান্ত নৃশংসতার বিরুদ্ধে হার না মানা প্রতিরোধে প্যালেস্তাইন সারা পৃথিবীর লড়াকু মানুষের স্বপ্নের প্রতীক।)